অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করতে সরকারকে নির্দেশ দিলো ডাচ আদালত


ফাইল-ইসরাইলের দক্ষিণাঞ্চলে আইলাতের কাছে ওভদা বিমানঘাঁটিতে অবতরণ করছে একটি ইসরাইলি এফ-৩৫ বিমান। ২ জুলাই, ২০২৩।
ফাইল-ইসরাইলের দক্ষিণাঞ্চলে আইলাতের কাছে ওভদা বিমানঘাঁটিতে অবতরণ করছে একটি ইসরাইলি এফ-৩৫ বিমান। ২ জুলাই, ২০২৩।

নেদারল্যান্ডের এক আপিল আদালত সোমবার সে দেশের সরকারকে ইসরাইলে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করার নির্দেশ দিয়েছে। গাজা ভূখণ্ডে ইসরাইলের আক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়ে একাধিক মানবাধিকার গোষ্ঠীর দায়ের করা মামলার পর এই রায়।

আদালত বলেছে, “এটা অনস্বীকার্য যে আন্তর্জাতিক মানবিক আইনকে গুরুতরভাবে লঙ্ঘন করতে রপ্তানিকৃত এফ-৩৫ যন্ত্রাংশ ব্যবহৃত হওয়ার স্পষ্ট ঝুঁকি রয়েছে।”

গাজা ভূখণ্ডে যুদ্ধাপরাধের দায় নাকচ করেছে ইসরাইল। অক্টোবরে ইসরাইলে হামাসের অতর্কিত হামলায় ১২০০ জন নিহত হওয়ার পর হামাস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইসরাইল সামরিক অভিযান শুরু করে। হামাসের হামলার জবাবে ইসরাইল ২৮৩০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডাচ আদালত বলেছে, সাত দিনের মধ্যে সরকারকে এই রায় কার্যকর করতে হবে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যেতে পারে।

নেদারল্যান্ডে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশের গুদাম রয়েছে যা কয়েকটি দেশে রপ্তানি করা হয়।

XS
SM
MD
LG