অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-গাজা সংঘাত: রাফায় লক্ষ লক্ষ মানুষের বসতবাড়ির এলাকায় কয়েকটি হামলা


গাজা ভূখণ্ডের দক্ষিণ কোণের শহর রাফাতে ১২ ফেব্রুয়ারি, সোমবার পালাক্রমে হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইল-হামাসের চার মাসব্যাপী যুদ্ধ থেকে পরিত্রাণ পেতে রাফাতে পালিয়ে এসেছে ১৪ লক্ষ ফিলিস্তিনি।

সোমবার ভোরে কুয়েত হাসপাতালের সংলগ্ন এলাকায় হামলা চালানো হয়েছে।

এই হামলায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সোমবার ভোরে এক ডাক্তার জানিয়েছেন, ১৬ জন মারা গেছে।

ইসরাইল সম্প্রতি ইঙ্গিত দিচ্ছে, গাজা ভূখণ্ডে তাদের স্থল অভিযানে মিশর সীমান্তবর্তী শহরকে শীঘ্র নিশানা করা হতে পারে। (এপি)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG