ইউক্রেনের সামরিক বাহিনী বলছে তারা বুধবার কৃষ্ণ সাগরে রুশ অধিকৃত ক্রাইমিয়ার কাছে রুশ নৌবাহিনীর একটি বড় আকারের জাহাজ ধ্বংস করেছে।
ইউক্রেনীয় সামরিক বাহিনী উল্লেখ করেছে, রুশ জাহাজটির নাম সিজার কুনিকভ। তারা বলছে, হামলার সময় জাহাজটি আলুপকা শহরের কাছে অবস্থান করছিল।
এ বিষয়টি নিয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
প্রায় দুই বছর আগে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের বেশ কয়েকটি জাহাজ ধ্বংস করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের ড্রোন হামলার মোকাবিলা করে নয়টি ড্রোন ধ্বংস করেছে, যার ছয়টি কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড়ে এসেছে।
বেলগোরোদ অঞ্চলে আরও দুইটি ড্রোনকে প্রতিহত করা হয় এবং অপর একটি ড্রোন ভোরোনেঝ অঞ্চলে ধ্বংস হয় বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয়।
এ ছাড়া, ইউক্রেনীয় কর্মকর্তারা জানান রাতভর রাশিয়ার কয়েক দফা হামলায় পূর্ব ইউক্রেনের শহর ডনেটস্কে অন্তত তিনজন নিহত হন।
সেলিদোভ শহরের প্রশাসন টেলিগ্রামে জানিয়েছে, রুশ হামলায় নয়টি অ্যাপার্টমেন্ট ভবন ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহত তিন ব্যক্তির পাশাপাশি আরও ১২ জন আহত হয়েছেন।
আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন বুধবার টেলিগ্রামে জানান, হাসপাতালে হামলার পর পার্শ্ববর্তী শহরগুলোতে ১০০ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে।
যুদ্ধের আগে সেলিদোভের জনসংখ্যা ২০ হাজারেরও বেশি ছিল। এটি পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
ইউক্রেনীয় কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ অঞ্চলে হামলা বৃদ্ধির কথা জানিয়েছেন।
এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।