অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল: ‘গণতন্ত্র পুনরুদ্ধারের শান্তিপূর্ণ আন্দোলন চলবে’


কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৫ ফেব্রুয়ারি, ২০২৪।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৫ ফেব্রুয়ারি, ২০২৪।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকারের শান্তিপূর্ণ আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “জনগণের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।”

তিনি দাবি করেন, ৭ জানুয়ারি (২০২৪) একতরফা নির্বাচন করে সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, “বিএনপির কোনো ক্ষতি হয়নি, আন্দোলনেরও ক্ষতি হয়নি। ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলন চালিয়ে যাব।”

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে, সংগ্রাম করছে। “ইনশাল্লাহ এই লড়াইয়ে তারা (জনগণ) জয়ী হবেই।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রেপ্তার হয়ে প্রায় সাড়ে তিন মাস কারাগারে আটক থাকার পর বৃহস্পতিবার বিকেলে জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জেলগেটে তাদের স্বাগত জানান দলের নেতাকর্মী ও দলের শীর্ষ দুই নেতার স্বজনেরা।

মির্জা ফখরুল ও আমীর খসরু কারা গেটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

আমীর খসরু বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। “নির্বাচনে তারা জনগণের কাছে নৈতিকভাবে পরাজিত হয়েছে।”

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত থাকবে। “গণতন্ত্র ও জনগণ কর্তৃক নির্বাচিত সরকার ফিরে না পাওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে।”

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বাংলাদেশের জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে।

নির্বাচনকে সামনে রেখে সরকার বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠিয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, রাজপথে সরকারবিরোধী আন্দোলন পরিচালনার জন্য বিএনপিসহ সব গণতন্ত্রপন্থী দলের মনোবল যথেষ্ট শক্তিশালী।

পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক: ‘ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে’

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিএনপি আন্দোলন করবে এটাই স্বাভাবিক।

বৃহস্পতিবার মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ১৫ ফেব্রুয়ারি, ২০২৪।
মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ১৫ ফেব্রুয়ারি, ২০২৪।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আশা করি বিএনপি তাদের ২৮ অক্টোবরের (২০২৩) হত্যাকাণ্ড, অপরাধ ও তাদের অরাজনৈতিক আচরণের বিষয়গুলো মূল্যায়ন করবে এবং ভুলপথ পরিহার করে রাজনৈতিক সঠিক ধারায় এগিয়ে যাবে।

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা প্রধান বিচারপতির বাড়ি এবং বিচারকদের বাসভবনে হামলা করেছে, যারা ট্রেনে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে, যারা বাসে আগুন দিয়ে সাধারণ যাত্রীদের হত্যা করেছে, এই অপরাধের জন্য তাদের বিচার হতেই হবে।

তিনি বলেন, জামিন একটি স্বাভাবিক ধারা, জামিন পেতেই পারে, আদালত ইচ্ছা করলে জামিন দিতেই পারে। জামিনের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আমি অনুরোধ করব সংশ্লিষ্ট যারা রয়েছে যে ঘটনাগুলো ঘটেছে, যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, অবিলম্বে তার বিচার হওয়া উচিৎ।

XS
SM
MD
LG