অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের তৃতীয় দফা সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ জন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে তৃতীয় দফা সংঘর্ষে আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল ও শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি শিমুল বিশ্বাস জানান, ঘটনার সূত্রপাত বুধবার (১৪ ফেব্রয়ারি) রাতে। এরপর ঘটনা গড়ায়, হল ভিত্তিক দুই গ্রুপের মধ্যে। এ ঘটনায় এক গ্রুপ অন্য গ্রুপকে দোষারোপ করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম শিকদার জানান, দু’পক্ষকে সরিয়ে দুই হলের মাঝখানে পুলিশ অবস্থান নিয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। শুক্রবার বিকালে তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায় তারা। এ সময় দুই পক্ষের অন্তত ৯ জন আহত হয়।

এ আগে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে দুই দফা সংঘর্ষে, ছাত্রলীগের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।

XS
SM
MD
LG