অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লিতে রঙের কারখানায় ভয়াবহ আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১১ শ্রমিক


দিল্লিতে রঙের কারখানায় ভয়াবহ আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১১ শ্রমিক
দিল্লিতে রঙের কারখানায় ভয়াবহ আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১১ শ্রমিক

ভারতের রাজধানী দিল্লিতে একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রথমে সেই কারখানায় একটি বিস্ফোরণ ঘটে, তারপর ছড়িয়ে পড়ে আগুন।

এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১১ জন শ্রমিকের। কী কারণে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

দিল্লির দয়ালপুর মার্কেটের একটি রঙের কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে। দমকলের মোট ২২টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

যে রঙের কারখানায় আগুন লেগেছিল তার আশেপাশে ঘন বসতিতে অনেক বাড়ি থাকায় অনেক বেশি সংখ্যক মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। দমকলের ২২টি ইঞ্জিন প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল সূত্রে খবর, কারখানায় প্রচুর দাহ্য বস্তু মজুত ছিল। তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছিল। যদিও ঠিক কী কারণে সেই বিস্ফোরণ, সেটা নিশ্চিতভাবে এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, যে ১১ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় তারা সকলেই ওই কারখানার শ্রমিক ছিলেন। তাদের দেহ সম্পূর্ণ ঝলসে গিয়েছে আগুনে। দেহগুলি শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

XS
SM
MD
LG