বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে উগ্রবাদের প্রধান উৎস বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন। “বিএনপি উগ্রবাদকে লালন করছে এবং বেপরোয়া রাজনৈতিক কৌশল অবলম্বন করছে; বলেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন যে বাংলাদেশে উগ্রবাদের উৎপত্তি হয়েছে বিএনপির মাধ্যমে।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 'বেপরোয়া চালকের' সঙ্গে তুলনা করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাজনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত করতে চায়। আর, এটা তারা ঐতিহাসিকভাবে করে আসছে। এ প্রসঙ্গে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা তুলে ধরের।
বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল নিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে তাদের সমালোচনা বাস্তব ইস্যু নেই। এটা তাদের হতাশাগ্রস্থ করেছে। আর, আন্দোলনে পরাজয়ের পর, এখন একটা ভিত্তি তৈরির চেষ্টা করছে বিএনপি।
মির্জা ফখরুল: ‘শান্তিপূর্ণ আন্দোলন চলবে’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৫ ফেব্রুয়ারি বলেছেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকারের শান্তিপূর্ণ আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। “জনগণের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো;” বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি দাবি করেন, ৭ জানুয়ারি (২০২৪) একতরফা নির্বাচন করে সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, “বিএনপির কোনো ক্ষতি হয়নি, আন্দোলনেরও ক্ষতি হয়নি। ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলন চালিয়ে যাবো।”
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে, সংগ্রাম করছে। এই লড়াইয়ে জনগণ জয়ী হবে বলে উল্লেখ করেন তিনি।