অ্যাকসেসিবিলিটি লিংক

মিউনিখে জেলেন্সকি-শেখ হাসিনা বৈঠক, বিভিন্ন বিষয়ে আলোচনা


মিউনিখে জেলেন্সকি-শেখ হাসিনা বৈঠক, বিভিন্ন বিষয়ে আলোচনা
মিউনিখে জেলেন্সকি-শেখ হাসিনা বৈঠক, বিভিন্ন বিষয়ে আলোচনা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হোটেল বায়েরিসচার হোফের সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

শেখ হাসিনা ও ভলোদিমির জেলেন্সকি’র বৈঠকের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এর আগে শনিবার একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী সভেঞ্জা শুলজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখ পৌঁছান। আগামী ১৯ ফেব্রুয়ারি তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

XS
SM
MD
LG