অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:29 0:00

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, রিপাবলিকানরা ইউক্রেনের জন্য অতিরিক্ত সহায়তার বিরোধিতা করে “বড় ভুল” করছে। ইউক্রেনকে সহায়তাসহ ৯৫ বিলিয়ন ডলারের একটি প্যাকেজ সেনেটে পাস হলেও স্পিকার মাইক জনসন প্রতিনিধি পরিষদে ঐ বিলের ওপর ভোট করতে অস্বীকৃতি জানান।

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যু নিয়ে প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে রিপাবলিকান দলের অগ্রগণ্য প্রার্থী ট্রাম্প রাশিয়ার নিন্দা না জানিয়ে নাভালনির মৃত্যুকে দৃশ্যত তার নিজের আইনি জটিলতার সঙ্গে যুক্ত করেন।

রাশিয়ার এক আদালত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদিক ইভান গার্শকোভিচের প্রাক-বিচার আটকাদেশ ৩০ মার্চ পর্যন্ত বাড়ানোর ব্যাপারে অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইভান গার্শকোভিচ তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদদাতাকে ২০২৩ সালের মার্চ মাসে গ্রেপ্তার করা হয় এবং যুক্তরাষ্ট্র মনে করে তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে।

XS
SM
MD
LG