অ্যাকসেসিবিলিটি লিংক

এ সময়ের নারীর চোখে বইমেলা


এ সময়ের নারীর চোখে বইমেলা
please wait

No media source currently available

0:00 0:03:38 0:00

ঢাকার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। প্রতিদিনই এই মেলায় নতুন-পুরোনো বই ছুঁয়ে দেখতে ও ঘুরতে আসছে অসংখ্য দর্শনার্থী, যার একটা বড় অংশই এ যুগের তরুন নারী । প্রাণপ্রাচুর্যতায় ভরপুর এ নারীদের অনেকেই লেখেন গল্প-কবিতা-উপন্যাস, অনেকে আবার প্রকাশক। তবে নারীরা এখন শুধু বই লেখা আর পড়ার মধ্যেই সীমিত নেই, বই সম্পর্কিত নানা সৃষ্টিশীল ধারায় তারা নিজেদের পারঙ্গমতা দিয়ে জয় করে নিচ্ছেন পাঠক ও দর্শকের মন। তবে তারপরও প্রশ্ন থেকেই যায়, এ সময়ের নারীরা কি বই কম পড়ে? কোন ধরনের বই পড়ে তারা? নারী লেখকের সংখ্যা কি কমছে না বাড়ছে? এমন কিছু প্রশ্ন ও জিজ্ঞাসার অনুসন্ধান করা হয়েছে এ প্রজন্মের নারীদের কাছে, পাশাপাশি বইমেলাকে তারা কিভাবে দেখেন, তা ধারণ করা হয়েছে প্রতিবেদনটিতে। তৈরী করেছেন মারজানা সাফাত।

XS
SM
MD
LG