২২ ফেব্রুয়ারী, ২০২৪ পাটিয়ালা জেলার শম্ভুতে, হরিয়ানা-পাঞ্জাবের সীমান্তের কাছে ন্যূনতম ফসলের দামের দাবিতে কৃষকরা এক বিক্ষোভের সময় জড়ো হয়।
ঋণ মওকুফ সহ অন্যান্য ছাড়ের পাশাপাশি তাদের ফসলের ন্যূনতম মূল্য নির্ধারণের জন্য একটি আইনের দাবিতে হাজার হাজার ভারতীয় কৃষক গত সপ্তাহে "দিল্লি চলো" বা "মার্চ টু দিল্লি" নামে তাদের বিক্ষোভকে ডাকা শুরু করেছে।