অ্যাকসেসিবিলিটি লিংক

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯ জন


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশের নোয়াখালী জেলার ভাসানচরে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে পাঁচ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের সকলেই রোহিঙ্গা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল দিকে ঘটনাটি ঘটে।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক হাসিনা জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের প্রথমে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। শনিবার সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে বলে জানান তারা।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন; সফি আলমের মেয়ে মোবাশ্বিরা (৩), আবদুল হাকিমের ছেলে বশির উল্লাহ (১৫), আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (৩), আজিজুল হকের মেয়ে জোবায়দা (১১), আমিনা খাতুন (২৪), মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২), সফি আলমের ছেলে রবিউল (৫), আজিজুল হকের ছেলে সোহেল (৫) ও রাসেল (৩)।

স্থানীয় বাসিন্দারা জানান, ৮১ নম্বর ক্লাস্টারের একটি কক্ষের বারান্দায় ছিলো গ্যাসের সিলিন্ডার। সেই সিলিন্ডার বিস্ফোরিত হলে, পাশে থাকা নারী ও শিশুসহ নয় জন দগ্ধ হন। ক্যাম্পের লোকজন দ্রুত নিভিয়ে ফেলেন। পরে, দগ্ধদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।” আগুনে কোনো কক্ষের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলম ভুঁইয়া।

XS
SM
MD
LG