অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তা


ওয়াশিংটন ডিসির প্রতিনিধি দল আইলিন লাউবাচার, আফরিন আখতার এবং মাইকেল শিফার।
ওয়াশিংটন ডিসির প্রতিনিধি দল আইলিন লাউবাচার, আফরিন আখতার এবং মাইকেল শিফার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার; ইউএসএআইডির সহকারী প্রশাসক ও ব্যুরো ফর এশিয়ার কর্মকর্তা মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।

শনিবার(২৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসির প্রতিনিধিদের স্বাগত জানায় ঢাকা অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাস জানিয়েছে, সফরকালে তারা তরুণ কর্মী, সুশীল সমাজের নেতা, শ্রমিক সংগঠক এবং মুক্ত ও স্বাধীন গণমাধ্যম তৈরিতে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া, কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবেলা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির বিষয়ে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি এগিয়ে নেয়ার উপায় নিয়ে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ গত বৃহস্পতিবার (২২ ফেব্রয়ারি) বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো গভীর ও সম্প্রসারিত হবে।

হাছান মাহমুদ আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি দিয়েছেন, তা দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ।

XS
SM
MD
LG