ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে তিনটি নদীর সঙ্গম: গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী। ২৩ ফেব্রুয়ারি, বার্ষিক ঐতিহ্যবাহী মেলায়, মাঘী পূর্ণিমা বা পূর্ণিমা দিবসে হিন্দু ভক্তরা এই সঙ্গমে পবিত্র স্নান করেন।
"মাঘ মেলা" নামক এই মাসব্যাপী উৎসবে পাপ ধুয়ে ফেলার আশায় লক্ষ লক্ষ হিন্দু ভক্তরা এখানে ডুব দেওয়ার জন্য ভিড় করেন।