অ্যাকসেসিবিলিটি লিংক

অক্টোবর সম্মেলনের আগেই আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চায় বাংলাদেশ


আসিয়ানের ঢাকা কমিটির (এডিসি) সদস্যদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২৫ ফেব্রয়ারি, ২০২৪।
আসিয়ানের ঢাকা কমিটির (এডিসি) সদস্যদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২৫ ফেব্রয়ারি, ২০২৪।

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় সম্মেলনের আগেই আসিয়ানের সেক্টরাল পার্টনার হতে চায় বাংলাদেশে। এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার (এসডিপি) হলে, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং উৎকৃষ্ট কর্মকাণ্ড বিনিময়ের মাধ্যমে আসিয়ান ও বাংলাদেশ উভয়ই লাভবান হবে।

এ লক্ষ্যে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনতিয়েন শীর্ষ সম্মেলনের আগেই আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করতে, আসিয়ানের সদস্যদের প্রতি অনুরোধ জানান।

রবিবার (২৫ ফেব্রয়ারি) আসিয়ানের ঢাকা কমিটির (এডিসি) সদস্যরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। এ সময় এডিসি সদস্যরা আসিয়ানের এসডিপি হতে বাংলাদেশের প্রত্যাশায় সমর্থন করার আশ্বাস দেন।

ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের মিশন প্রধানদের সমন্বয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম হলো এডিসি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জোর দিয়ে বলেন, আসিয়ান দেশগুলোর উচিত পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনকে কাজে লাগানো।

বাংলাদেশের সঙ্গে আসিয়ানের যে বাণিজ্যিক ব্যবধান রয়েছে, তা অতিক্রম করা সম্ভব বলে উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনার সুফল পেতে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক, উভয় পর্যায়ে বেসরকারি খাতের বর্ধিত ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ওষুধ, চামড়াজাত পণ্যের মতো বিভিন্ন খাতে বিনিয়োগে তাদের কোম্পানিগুলোকে উৎসাহিত করতে মিশন প্রধানদের পরামর্শ দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার বিষয়ে এডিসির সদস্যদের সমর্থন প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

XS
SM
MD
LG