অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, ইউক্রেনের সমর্থনে ইউরোপীয় নেতাদের সম্মেলন


২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে ডনেটস্ক অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত রেলস্টেশনের পাশ দিয়ে স্থানীয় এক বাসিন্দা তার সন্তান নিয়ে হেঁটে যাচ্ছেন।
২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে ডনেটস্ক অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত রেলস্টেশনের পাশ দিয়ে স্থানীয় এক বাসিন্দা তার সন্তান নিয়ে হেঁটে যাচ্ছেন।

সোমবার ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রুশ বাহিনী রাতভর ১৪টি ড্রোন এবং ছয়টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৪টি ড্রোনের মধ্যে নয়টিকে গুলি করে ভূপাতিত করেছে। খারকিভ ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ওপর এই হামলা চালানো হয়েছে। ইউক্রেন তিনটি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংকল্পের বার্তা দিতে এবং তৃতীয় বছরে প্রবেশ করা যুদ্ধে রাশিয়ার জিততেই হবে- ক্রেমলিনের এই বক্তব্য মোকাবিলায় ইউরোপীয় নেতারা সোমবার প্যারিসে জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ফ্রান্স।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপের দেশগুলোর প্রেসিডেন্টদের এলিসি প্রাসাদে একটি কার্যকরী বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তার উপদেষ্টারা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার আগ্রাসন বৃদ্ধি পেয়েছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ইউরোপ ও ইউরেশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জিম ও’ব্রায়েন এবং কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার।

ফরাসি প্রেসিডেন্টের একজন উপদেষ্টা এক ব্রিফিং-এ সাংবাদিকদের বলেন, “আমরা পুতিনকে স্পষ্ট বার্তা দিতে চাই যে, তিনি ইউক্রেনে জিততে পারবেন না।”

রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, আক্রমণকারী রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বিজয় পশ্চিমাদের সমর্থনের ওপর নির্ভর করে। তিনি আরও বলেন, তিনি তার মিত্র ও অংশীদারদের দ্বারা কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাবনা সম্পর্কে “ইতিবাচক” বোধ করছেন।

কিয়েভে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় জেলেন্সকি আরও বলেছেন, তিনি নিশ্চিত যে, যুক্তরাষ্ট্রের কংগ্রেস নতুন আরেক দফা সামরিক ও আর্থিক সহায়তা অনুমোদন করবে। তবে তিনি বলেন, ইউক্রেনের “এক মাসের মধ্যে” এই সিদ্ধান্ত প্রয়োজন।

জেলেন্সকি আশাবাদী যে, সুইজারল্যান্ডের পরিকল্পনা করা একটি শান্তি সম্মেলন রাশিয়ার সাথে দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে কিয়েভের দৃষ্টিভঙ্গি বিবেচনা করবে এবং সেই শান্তি পরিকল্পনার রূপরেখা রাশিয়ার সামনে উপস্থাপন করা হবে।

ইস্টার্ন ইউরোপ ব্যুরো প্রধান মাইরোস্লাভা গঙ্গাদজে এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG