অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আবু আহমেদ বর্তমান চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে বিচারপতি শাহিনুর আগ্রহ প্রকাশ করায়, তিনি আইসিটি থেকে হাইকোর্টে যাবেন।

এছাড়া, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) থাকা জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমানকে ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আর, ট্রাইব্যুনালের আরেক সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলম অপরিবর্তিত থাকবেন; জানানো হয় বিজ্ঞপ্তিতে।

XS
SM
MD
LG