অ্যাকসেসিবিলিটি লিংক

গাজাবাসীদের রাফাহর আল-ফারুক মসজিদের ধ্বংসাবশেষে নামাজ আদায়


ইসরাইলে বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত আল-ফারুক মসজিদে গাজাবাসীরা শুক্রবার, ১ মার্চ, জুম্মার নামাজ আদায় করে।

গত ২২ ফেব্রুয়ারি একটি ইসরাইলি বিমান হামলায় রাফাহর আল-ফারুক মসজিদ ধ্বংস হয়ে যায়। এভাবে যুদ্ধের সময় মসজিদগুলিকে লক্ষ্য করে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছে গাজাবাসীরা।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ১,২০০ ইসরাইলিকে হত্যা ও ২৫৩ জনকে জিম্মি করার পর থেকে ইসরাইল গাজায় হামলা চালানো অব্যাহত রেখেছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

শুক্রবার একটি বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবরের পরের ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩০,২২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে ৭১,৩৭৭ জন।

XS
SM
MD
LG