শুক্রবার, ১ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে হোয়াইট হাউসে স্বাগত জানান।
বৈঠকে দুই নেতা রাশিয়ার দুই বছরের বেশি সময় ধরে অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাইডেন ইউক্রেনের প্রতি ইতালির দ্ব্যার্থহীন সমর্থনের জন্য মেলোনিকে ধন্যবাদ জানিয়ে বলেন ইউক্রেনকে আরও সহায়তার জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসকে একটি দ্বিপাক্ষিক বিল পাস করার তাগিদ দিচ্ছেন তিনি।
মেলোনি ইসরাইল-হামাস সংঘাতের কথা উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্যে 'দ্বি-রাষ্ট্রীয় সমাধান'-এর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইতালিকে একসঙ্গে কাজ করতে হবে, এবং 'দ্বি-রাষ্ট্রীয় সমাধান'-ই এক্ষেত্রে একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান।