আসন্ন রমজান মাসে পণ্যের অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং ভোক্তাদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি। বলেন, কিছু ব্যবসায়ী আছেন, যারা সব সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করেন। আর, দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করতে চান।
“রমজানে সেদিকে আমাদের বিশেষ নজর দিতে হবে;” যোগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বিশেষ করে রমজান আসলে, সাপ্লাই চেইনে সমস্যা তৈরি হয় বা পণ্যের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হয়।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে কিছু মজুতদার আছেন যারা পণ্য পচে যেতে দেন, কিন্তু বাজারে সরবরাহ করেন না। “এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে;” বলেন তিনি।
মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে সেদিকে বিশেষ নজর দিতে মাঠ প্রশাসনের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
তিনি জানান, “বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার এখনো ১০ শতাংশের মধ্যে রয়েছে। তবে এটা একটা সমস্যা।”
বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করতে এবং ভোক্তারা যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।