অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও জাপানের যৌথ সামরিক মহড়া


ভারত ও জাপানের যৌথ সামরিক মহড়া
please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

রবিবার, ৩ মার্চ পশ্চিম ভারতের বিকানের শহরে "ধর্ম গার্জিয়ান" নামে জাপান ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে একটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়।

এই মহড়া প্রতি বছর উভয় দেশে একবার করে অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হল সামরিক সহযোগিতা এবং যৌথ অভিযান চালানোর ক্ষমতা বৃদ্ধি করা।

টার্গেট শ্যুটিং এবং হেলিকপ্টার জড়িত অনুশীলনের মত বিভিন্ন যুদ্ধ মহড়া এইবারের অনুষ্ঠানের অংশ ছিল।

দুই সপ্তাহব্যাপী এই সামরিক মহড়া শনিবার, ৯ মার্চ শেষ হওয়ার কথা।

XS
SM
MD
LG