অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ার ডাক্তাররা গণবিক্ষোভ করছেন

দক্ষিণ কোরিয়ার ডাক্তাররা "মেডিকেল স্কুল বৃদ্ধির বিরোধিতা" লেখা প্ল্যাকার্ড ধারণ করে মেডিকেল স্কুলগুলিতে বার্ষিক তালিকাভুক্তি কোটা বাড়ানোর সরকারের পরিকল্পনার বিরুদ্ধে ৩ মার্চ, ২০২৪ সিউলে সমবেত হয়েছিলেন।

গত সপ্তাহে অন্তত ১০,০০০ জুনিয়র ডাক্তার, যা প্রশিক্ষণার্থী কর্মশক্তির প্রায় ৮০ শতাংশ, গত সপ্তাহে কর্মস্থল থেকে বের হয়ে যান।

⁣দক্ষিণ কোরিয়ার সরকার কর্মক্ষেত্রে ঘাতটি এবং বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি মোকাবিলা করতে মেডিকেল স্কুলে ভর্তির হার দ্রুত বাড়ানোর পরিকল্পনা করছে। দেশের ডাক্তাররা তার বিরুদ্ধেই বিক্ষোবরত।


XS
SM
MD
LG