অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউসে 'ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ডস' পুরষ্কার প্রদান

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর হোয়াইট হাউসে বার্ষিক 'ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ডস' পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

এই বছর আফগানিস্তান, বাংলাদেশ, বেলারুশ, বসনিয়া ও হার্জেগোভিনা, মিয়ানমার, কিউবা, ইকুয়েডর, গাম্বিয়া, ইরান, জাপান, মরক্কো, নিকারাগুয়া এবং উগান্ডা থেকে ১৩ জন নারী এই পুরস্কার পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই পুরষ্কার তাদের হাতে তুলে দেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ২০০৭ সালে এই অ্যাওয়ার্ড প্রবর্তন করে।

শান্তি, বিচার, মানবাধিকার, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা দৃষ্টান্তসূচক অবদান রেখে চলেছেন, তাদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।

এই বছরের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফওজিয়া করিম ফিরোজ। তিনি প্রান্তিক গোষ্ঠীদের অধিকার ও পোশাক শ্রমিকদের জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন।


XS
SM
MD
LG