১৫ টি অঙ্গরাজ্যে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় আমেরিকান দ্বীপগুলোতে লক্ষ লক্ষ আমেরিকান মঙ্গলবার ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নের জন্য।এই মঙ্গলবার যাকে সুপার-টিউজডে বলা হয় ডেমক্র্যাটিক ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মনোনয়নের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
অনুমান করা হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাদের নিজ নিজ দলের ব্যাপক
সমর্থন পাবেন। আর এর ফলেই তাঁরা নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে আবারও পরস্পরের প্রতিদ্বন্দ্বি হতে পারেন।
বাইডেন কিংবা ট্রাম্প মঙ্গলবারের ভোট গ্রহণে প্রেসিডেন্ট পদের জন্য তাদের নিজ নিজ মনোনয়নকে চূড়ান্ত বলে হয়তো মনে করতে পারেন না।
তবে এই বছর গ্রীষ্মকালে দলের আসন্ন জাতীয় কনভেনশনে বাইডেন ও ট্রাম্প সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের সমর্থন পাওয়ার জন্য পদক্ষেপ নেবেন এবং আগামি কয়েক সপ্তাহের মধ্যে তাঁদের প্রাইমারীতে তাঁদের দলীয় মনোনয়ন নিশ্চিত করতে পারেন।
ডেমক্র্যাটিক দল থেকে প্রতিযোগিতায় বাইডেনের কেবল নাম মাত্র বিরোধীতা রয়েছে তবে ট্রাম্পের সামনে একজন অবশিষ্ট চ্যালেঞ্জার রয়েছেন। আর তিনি হচ্ছেন জাতিসংঘে যুক্তরাষ্টের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি।
এই অবধি ট্রাম্প তাঁকে সকল অঙ্গরাজ্যের প্রাইমারি কিংবা ককাসে পরাজিত করেছেন যদিও হ্যালি রোববার ওয়াশিংটন ডিসিতে জয়লাভ করেছেন। জাতীয় রাজধানীতে বিপুল সংখ্যক ডেমক্র্যাট রয়েছেন কিন্তু ২,০০০ রিপাবলিকানের একটি ক্ষুদ্র দল ভোট দিতে যান এবং তারা এই প্রথম একজন নারীকে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়নে বিজয়ী করেন।
তবে হ্যালি এই মঙ্গলবার একটা কঠিন বাস্তবতার সম্মুখীন হচ্ছেন এবং তাঁর নির্বাচনী প্রচারাভিযান থেকে এমন কোন আভাস পাওয়া যাচ্ছে না যে তিনি ১৬ টি প্রতিদ্বন্দ্বিতার কোনটাতেই জয়ী হবেন। তবে রাজ্য ধরে ভোটে মনে হচ্ছে তিনি ট্রাম্পের বিরুদ্ধে একটি বা দুটিতে জয়লাভ করতে পারেন। ট্রাম্প নজিরবিহীন ৯১ টি অভিযোগে চারটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবং আরেকটির বিচার কাজ তিন সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে ।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অনেকগুলো অঙ্গরাজ্যের ভোটে বিজয়ীদের সংখ্যা তাদের দলের কনভেনশনের প্রতিনিধিদের কাছে দেয়া হচ্ছে , বিষয়টি ভোট গণনার অনুপাতে নয় যা কীনা ট্রাম্পকে লাভবান করতে পারে।
ভোটে দেখা যাচ্ছে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় বিপুল সংখ্যক প্রতিনিধির সমর্থনে ট্রাম্প হ্যালির চাইতে অনেক এগিয়ে আছেন।
এখন হ্যালির জন্য প্রশ্ন হচ্ছে . মঙ্গলবারের প্রাইমারি নির্বাচনে তিনি যদি সব ক’টি কিংবা অধিকাংশতে পরাজিত হন, তিনি কি ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাবেন না কি প্রতিবাদী প্রার্থি হিসেবে নিজেকে অন্তত সেই অবধি টিকিয়ে রাখবেন যখন ট্রাম্প আনুষ্ঠানিক ভাবে পর পর তৃতীয়বারের মতো দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন।
এ দিকে বাইডেন যদিও প্রকৃতপক্ষে ডেমক্র্যটিক প্রাইমারিগুলিতে কোন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছেন না রাজেনৈতিক বিশ্লেষকরা লক্ষ্য রাখছেন মিনেসোটা অঙ্গরাজ্যের একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটাররা , “ প্রতিশ্রুতিবিহিন” হিসেবে ভোট দিতে পারেন কারণ এটি হবে গাজার সঙ্গে যুদ্ধে ইসরাইলে প্রতি বাইডেনের অবিচল সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ। তিনি অবশ্য লড়াইয়ের ছয় সপ্তাহের বিরতির জন্য চাপ দিয়ে যাচ্ছেন।
গত সপ্তাহে যারা মিশিগানে ডেমক্র্যাটিক দলের প্রাইমারিতে ভোট দিয়েছেন তাদের ১৩ শতাংশই “প্রতিশ্রতিবিহীন” ভোট দিয়েছেন । সেখানে বিশাল সংখ্যক আরব আমেরিকানরা বসবাস করেন।
বাইডেন বৃহস্পতিবার রাতেও সকলের মনোযোগ কাড়বেন যখন তিনি টেলিভিশনে সম্প্রচারিত কংগ্রেসের সামনে তার বার্ষিক স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দেবেন।
অনুমান করা হচ্ছে তাঁর এই তিন বছরের বেশি সময়ে তিনি তাঁর অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরবেন যদিও জরিপে দেখা যাচ্ছে অনেক আমেরিকানই মনে করেন না যে তিনি অর্থনীতি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের জন্য প্রায়ই অভিযোগ করে থাকেন।