অ্যাকসেসিবিলিটি লিংক

প্রচারণা স্থগিত করেছেন হেলি, বাইডেন-ট্রাম্প আবার নির্বাচনী প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছেন


রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাক্তন জাতিসংঘের রাষ্ট্রদূত নিকি হেলি চার্লসটন সাউথ ক্যারোলাইনায় একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ৬ মার্চ, ২০২৪।
রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাক্তন জাতিসংঘের রাষ্ট্রদূত নিকি হেলি চার্লসটন সাউথ ক্যারোলাইনায় একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ৬ মার্চ, ২০২৪।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার দেশজুড়ে দলীয় প্রাথমিক নির্বাচনে ব্যাপক বিজয় লাভ করেন। এর ফলে তারা ২০২০ সালের মতো এবারও নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছেন। বুধবার সকালে ট্রাম্পের শেষ অবশিষ্ট প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি তার প্রচারণা স্থগিত করেন।

জাতিসংঘের ট্রাম্পের এক সময়ের রাষ্ট্রদূত ৫২ বছর বয়সী হেলি কয়েক মাস ধরে ভোটারদের বলে আসছেন, যুক্তরাষ্ট্রের জন্য নতুন প্রজন্মের নেতা নির্বাচনের সময় এসেছে। তিনি বলেন, ৭৭ বছর বয়সী ট্রাম্প বা ৮১ বছর বয়সী বাইডেন- কেউই আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন চার বছরের মেয়াদে দেশ পরিচালনার জন্য উপযুক্ত নন।

তবে ৯১টি অভিযোগসহ নজিরবিহীন চারটি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেও ট্রাম্প তার রিপাবলিকান অনুসারিদের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছেন। সুপার টিউসডে ভোটাভুটিতে দলীয় প্রেসিডেন্ট মনোনয়নের ভোটিং-এ ১৫টি অঙ্গরাজ্যের মধ্যে ১৪টিতেই ট্রাম্প হেলিকে পরাজিত করেন। হ্যালি কেবল উত্তর-পূর্বাঞ্চলীয় ভারমন্টে জয়ী হয়েছেন।

প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর হ্যালি প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প বা অন্য কাউকে সমর্থন করেননি।

প্রতীকী কিছু বিরোধিতা থাকলেও বাইডেন ডেমোক্র্যাটিক প্রতিযোগিতায় সমানভাবে প্রভাবশালী ছিলেন। তিনি কেবল যুক্তরাষ্ট্রের প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের একটি দলীয় ককাসে হেরেছিলেন।

ট্রাম্প বা বাইডেন কেউই ৫ নভেম্বরের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে যথাক্রমে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাননি, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য রাজ্যে দলীয় প্রাইমারিতে মনোনয়ন পাওয়ার পথে রয়েছেন। এরপর এই গ্রীষ্মে জাতীয় দলের কনএনশনে দুজনকেই আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হবে।

এক বিবৃতিতে বাইডেন বলেন, “আজকের রাতের ফলাফল আমেরিকান জনগণকে একটি পরিষ্কার বিকল্পের সামনে রেখেছেঃ আমরা কি সামনে এগিয়ে যাওয়া অব্যাহত রাখবো , নাকি ডনাল্ড ট্রাম্পকে আমাদের বিশৃঙ্খলা, বিভক্তি ও অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতে দেব, যা তার মেয়াদকে সংজ্ঞায়িত করেছিল?”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, “আমরা একসঙ্গে মিলে আমেরিকাকে আবার গ্রেট করে তুলবো, অতীতের যেকোনো সময়ের চেয়ে মহান।”

XS
SM
MD
LG