অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক নারী দিবসে ঐতিহ্যবাহী মাতৃত্বের ধারণাকে চ্যালেঞ্জ করলেন যে নারীরা


মা না হওয়া পর্যন্ত একজন নারী পূর্ণতা পায় না - বাংলাদেশের সমাজে এমন ধারণার সাথে সংহতি প্রকাশ প্রায় সতঃসিদ্ধ। এবারের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আমরা কথা বলেছি ঢাকার পাঁচ নারীর সাথে, যারা জৈবিকভাবে সক্ষম হওয়া সত্ত্বেও ভিন্ন পথ বেছে নিয়েছেন।

কিন্তু যৌক্তিক ভিত্তির উপর দাঁড়িয়েও সামাজিক বাস্তবতায় বাংলাদেশে একজন নারীর জন্য নিজের মতো করে জীবনটাকে সাজানো সহজ নয়। নারীর অর্থনৈতিক মুক্তি কি এসেছে সত্যি? সন্তান পালনের কঠিন বাস্তবতা নিয়ে ভেবেছেন কখনও? ক'জন অভিভাবক নিজে শিখছেন, জানছেন - কিভাবে শিশুকে সুগঠিত ব্যক্তি হিসেবে গড়ে তোলা যায়? অভিভাবকদের নির্যাতন ও শিক্ষক-সহপাঠীদের হয়রানির ছায়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যত প্রজন্মের জন্য বসবাসের অযোগ্য পৃথিবী নিয়ে উদ্বেগের মতো বিষয়গুলি উঠে আসে।

তাদের গল্পগুলি নারী ক্ষমতায়নের প্রতিধ্বনিরূপে ঐতিহ্যবাহী পারিবারিক কাঠামোর বাইরে নারীদের পছন্দের বিবর্তনকে তুলে ধরে। যেখানে একসময় সন্তান জন্মদানকেই মূল লক্ষ্য বলে মনে করা হতো, সেখানে আজ নারীদের আকাঙ্ক্ষা সন্তান লালনপালনের গণ্ডির বাইরে বিস্তৃত হয়েছে।

ভয়েস অফ আমেরিকার জন্য প্রতিবেদনটি তৈরি করেছেন সাকিব প্রত্যয়।

XS
SM
MD
LG