প্রতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশের সংসদ কংগ্রেসের যৌথ সভায় 'ষ্টেট অফ দ্য ইউনিয়ন' ভাষণ দেন। ভাষণে তিনি দেশের অবস্থা এবং তার প্রশাসনের সাফল্য তুলে ধরেন। ঐতিহ্যবাহী এই ভাষণের অতীতের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে এই ছবিগুলোতে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ষ্টেট অফ দ্য ইউনিয়ন' ভাষণ

১
জন এফ কেনেডি, ১৯৬১।

২
রোনাল্ড রেগান, ১৯৮৮।

৩
বিল ক্লিনটন, ১৯৯৯।

৪
জর্জ বুশ, ২০০৩।