অ্যাকসেসিবিলিটি লিংক

সাইপ্রাসের মধ্য দিয়ে গাজার ত্রাণ করিডোর রবিবারের মধ্যে খুলে দেয়া যেতে পারে


বিক্ষোভকারীরা ইসরাইলের দক্ষিণাঞ্চলে মিশরের সাথে নিতজানা সীমান্ত ক্রসিং-এ গাজা ভূখণ্ডের উদ্দেশে মানবিক ত্রাণের পথ অবরোধ করে। ২ ফেব্রুয়ারি, ২০২৪।
বিক্ষোভকারীরা ইসরাইলের দক্ষিণাঞ্চলে মিশরের সাথে নিতজানা সীমান্ত ক্রসিং-এ গাজা ভূখণ্ডের উদ্দেশে মানবিক ত্রাণের পথ অবরোধ করে। ২ ফেব্রুয়ারি, ২০২৪।

শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, সাইপ্রাসের একটি সমুদ্র বন্দরের মাধ্যমে গাজায় ত্রাণ পাঠানোর উদ্যোগ শীঘ্রই না হলেও রোববারের মধ্যে শুরু হতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার রাতে তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণা এর রূপরেখা দিয়েছেন।

শুক্রবার সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলাইডসের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ভন ডার লিয়েন বলেন, করিডোরটি উদ্বোধনের খুব কাছাকাছি। এটি রবিবার এবং সম্ভবত তার ও আগে, শনিবারের দিকে চালু হতে পারে। তবে এটি শুক্রবার পরীক্ষামূলক ভাবে চালু হবে।

কংগ্রেসে দেয়া বার্ষিক স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গাজা উপকূলে একটি অস্থায়ী জেটি স্থাপনের জন্য জরুরি একটি মিশনের নেতৃত্ব দেবে। এই মিশনের অধীনে খাদ্য, পানি বিশুদ্ধকারী ঔষধ, এবং অস্থায়ী আশ্রয় বহনকারী বড় চালান পেতে পারে।

শুক্রবার ইউরোপীয় কমিশন, জার্মানি, গ্রীস, ইতালি, নেদারল্যান্ডস, রিপাবলিক অফ সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে করিডোর খোলার পরিকল্পনার কথা জানায়।

বৃহস্পতিবার পটভূমি বর্ণনা করে -এ প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বন্দরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রতিদিন শত শত অতিরিক্ত ট্রাক বোঝাই সহায়তার জন্য সক্ষমতা সম্পন্ন অস্থায়ী জেটি। প্রাথমিক চালানগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং অংশীদার ও মিত্রদের একটি জোটের সহায়তায় সাইপ্রাস হয়ে আসবে।

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্থলে নিরাপত্তার প্রয়োজনীয়তা নিয়ে ইসরাইলিদের সাথে সমন্বয় করবে এবং গাজার অভ্যন্তরে সহায়তা বিতরণে জাতিসংঘ এবং ত্রাণ সংস্থাগুলোর সাথে কাজ করবে।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG