অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ায় বন্যা এবং ভূমিধসে অন্তত ১৯ জন নিহত এবং সাতজন নিখোঁজ


কয়েকদিনের লাগাতার প্রবল বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। রবিবার, ১০ মার্চ, সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে যে ৭০,০০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার পাশাপাশি কমপক্ষে ১৯ জনের প্রানহানি হয়েছে এবং সাতজন এখনো নিখোঁজ।

গত বৃহস্পতিবার, ৭ মার্চ থেকে শুরু হওয়া এই বিপর্যয়ে রাজধানী পাডাং এবং অন্যান্য আটটি এলাকায় প্রায় ৭০০টি বাড়ি, বহু সেতু, স্কুল এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোনরকম অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি না হওয়ার কারণে, যাদের সরিয়ে নেওয়া হয়েছে তারা কাছাকাছি মসজিদে সমবেত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের খাবার, জল এবং ওষুধ দেওয়া হয়েছে, এবং বন্যার জল নেমে যাওয়ার সাথে সাথেই তাদেরকে নিজেদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার আশা করা হচ্ছে।

আগামী কয়েক দিনের মধ্যে আরও বৃষ্টিপাত প্রত্যাশিত, এবং বন্যা ও ভূমিধসের কারণে আরও ক্ষয়ক্ষতির সতর্কতা জারি করা হয়েছে।

XS
SM
MD
LG