অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননে ইসরাইলের বিমান হামলা, গাজার জন্য ত্রাণ নিয়ে জাহাজের যাত্রা


লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রাম খিয়ামকে লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলার স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। (১২ মার্চ, ২০২৪)
লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রাম খিয়ামকে লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলার স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। (১২ মার্চ, ২০২৪)

লেবানন থেকে ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে হামলাকারি তিনটি রকেট লঞ্চার ধ্বংস করতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এর আগে লেবানন থেকে অধিকৃত গোলান মালভূমির দিকে প্রায় ১০০টি রকেট ছোঁড়া হয়। মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী একথা জানায়।

গাজায় ইসরাইল আর হামাসের যুদ্ধের পাশাপাশি আন্তঃসীমান্ত সহিংসতার লড়াইয়ের এই ঘটনা আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি করেছে।

ইসরাইল মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় হামাস জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করার অভিযান চালিয়ে যাওয়ার সময় নতুন করে বিমান হামলা চালানোর কথাও জানিয়েছে।

খান ইউনিস এলাকায় মঙ্গলবার নতুন করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইল। হামাসকে পুরোপুরি নির্মূল করার জন্য সেখানে অভিযান জারি রেখেছে তারা।

গাজায় ক্রমবর্ধমান খাদ্য সংকট বিষয়ে জাতিসংঘের সতর্কতার মধ্যেই সমুদ্রপথে প্রায় ২০০ টন ত্রাণ নিয়ে একটি জাহাজ মঙ্গলবার সাইপ্রাস ছেড়েছে।

এই প্রকল্প, সংযুক্ত আরব আমিরাত, স্পেনের দাতব্য সংস্থা প্রোঅ্যাক্টিভা ওপেন আর্মস এবং সাহায্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে।

গাজায় ত্রাণ সরবরাহে নিয়োজিত ট্রাকগুলোর সরবরাহের সীমাবদ্ধতায়, গাজার উপকূলে একটি জেটি নির্মানের প্রকল্প হাতে নেয়া হয়েছে যাতে করে সমুদ্র পথে ত্রাণ সরবরাহ সহজ হয়।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেস এক্স-এ বলেন, জাহাজটি তার যাত্রাপথে রয়েছে এবং প্রচেষ্টাটি ব্যর্থ হতে পারে। কিন্তু "সবচেয়ে বড় ব্যর্থতা হবে কোনরকম চেষ্টাই না করা।“

গাজা উপকূলরেখায় একটি অস্থায়ী জেটি নির্মাণ শুরু করতে ভূমধ্যসাগরের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক মিশন। তবে, স্থাপনাটি তৈরি করতে এবং কার্যক্রম চালু হতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে কর্মকর্তারা বলছেন।

সাইপ্রাসের জাহাজটিতে হামাসের জন্য কোন অস্ত্র লুকানো নেই এটা নিশ্চিত করার জন্য ইসরাইলি বাহিনী পরিদর্শন করার পরই গাজার অস্থায়ী জেটিতে আরও খাদ্য এবং চিকিৎসা সরবরাহ প্রেরণ করা হবে বলে আশা করা হচ্ছে।

২০০৭ সালে হামাসের দখলে গাজার এই ছিটমহলের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় ইসরাইলি নৌবাহিনী এই অঞ্চলে আর কোন স্থাপনা বানানোর সুযোগ দেয়নি। ফলে এই অঞ্চলে কোন বন্দর অবকাঠামো নেই।

ইসরাইলের হিসাবে, হামাসের হামলায় ৭ অক্টোবর প্রায় ১২০০ মানুষ নিহত হয়। এর জবাবে তারা গাজায় হামাসকে নিশ্চিহ্ন করতে সামরিক অভিযান শুরু করে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারাদের হিসাবমতে, ইসরাইলের অভিযানে গাজায় এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি মানুষ নিহত ও ৭২ হাজার ৭০০ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এই রিপোর্টের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG