বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন যে ভারত সবসময় বাংলাদেশর মানুষের পাশে থাকবে। মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সমর্থনকে স্মরণ করতে আয়োজিত এক সেমিনারের এ কথা বলেন তিনি।
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর, ১৯৭২ সালের ১২ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারতীয় মিত্রবাহিনীর দেয়া আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের ৫২তম বার্ষিকী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, দিনটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অকুণ্ঠ সমর্থন দেয়ার অন্যতম ঐতিহাসিক মুহূর্ত। এই স্মরণীয় অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান তিনি।
“আমাদের উভয় দেশের তরুণ প্রজন্ম যেন আমাদের অভিন্ন ইতিহাসকে আত্মস্থ করতে পারে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের যৌথ ত্যাগের স্মৃতি ও উত্তরাধিকার সংরক্ষণ করতে পারে; তা নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ;” বলেন প্রণয় ভার্মা।
তিনি আরো বলেন, ভারত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণের পাশে ছিলো এবং একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল জাতি গঠনে তাদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে তাদের পাশে সবসময় থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সেমিনারে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।