বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গণমানুষের দাবি প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের পরিবর্তে দেশে একটি ‘অলিগার্কি’ তৈরি করেছে।
বুধবার (১৩) প্রায় ১০ মাস কারাভোগের পর সম্প্রতি কারাগার থেকে বের হওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুরের শাজাহানপুরের বাসায় যান ড. মঈন খান। সেখানে তিনি এ কথা বলেন।
“তারা (আওয়ামী লীগ) দেশে ২২০টি ধনিক পরিবার সৃষ্টি করেছে, যেখানে পাকিস্তান শাসনামলে এ ধরনের পরিবারের সংখ্যা ছিল ২২টি;” বলেন মঈন খান।
জার্মান ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপি নেতা মঈন খান বলেন, বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশ যেখানে ধনী-গরিবের সম্পদের ব্যবধান বেশি এবং দেশে অল্প সময়ের মধ্যে কোটিপতি হওয়া সম্ভব।
ড. মঈন খান আরো বলেন, বিএনপি ক্ষমতা দখলের জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। “বিএনপি এমন একটি রাষ্ট্র পুনর্গঠন করতে চায় যেখানে মানুষ তার অধিকার ভোগ করবে এবং ধর্ম ও বর্ণের প্রতি কোনো বৈষম্য ছাড়াই সম্মান ও মর্যাদার সঙ্গে বসবাস করবে;” তিনি যোগ করেন।
গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে পেশিশক্তির ব্যবহারে নয়, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে বিএনপি; বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান: 'বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে'
এদিকে বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন যে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
“গত ২৮ অক্টোবর তারা সর্বনাশ করেছিলো। তাদের নেতা ইংল্যান্ড থেকে নির্দেশনা দেন, কিন্তু তাদের কর্মীদের কী হবে তা নিয়ে ভাবেন না। তাদের ভুল অনুধাবন না হলে, তারা বিলুপ্ত হয়ে যাবে;” উল্লেখ করেন আসাদুজ্জামান খান।
তিনি বারো বলেন, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি ৩০ টি আসনে জয়লাভ করেছিলো। ২০১৪ সালে, তারা নির্বাচন না করে ধ্বংসযজ্ঞ শুরু করে এবং মানুষকে পুড়িয়ে হত্যা করে।
গত নির্বাচনে বিদেশিদের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অনেক দেশ অনেক কথা বলে। তবে, সবাই জানে সেখানে কীভাবে গণতন্ত্রের চর্চা হয়।”
“কিছু উন্নত দেশে ২০ থেকে ২৫ শতাংশ ভোট পড়ে। আমাদের ভোট ৪২ শতাংশ। কেউ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে আমাদের কিছু বলার নেই;” বলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে সুস্থ গণতান্ত্রিক ধারা বজায় রাখার কথা ভাবছেন বলে উল্লেখ করেন আসাদুজ্জামান খান। বলেন, “তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।”