অ্যাকসেসিবিলিটি লিংক

উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই বিস্ফোরিত হলো জাপানের রকেট


জাপানের স্পেস ওয়ান কায়রোস রকেটটি ১৩ মার্চ বুধবার উদ্বোধনী উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই বিস্ফোরিত হয়। ফার্মটি কক্ষপথে একটি উপগ্রহ স্থাপনকারী প্রথম জাপানি সংস্থা হওয়ার চেষ্টা করছিল।

কায়রোস একটি পরীক্ষামূলক সরকারি উপগ্রহ বহন করছিল যা বর্তমানে কক্ষপথে থাকা গোয়েন্দা উপগ্রহগুলো অফলাইনে পড়লে অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হতে পারে।

প্রথম ধাপে ইঞ্জিন চালু হওয়ার পর কী কারণে নিজে নিজে বিস্ফোরিত হয়েছিল বা পরবর্তী কায়রোস কখন উৎক্ষেপণ করা হবে সেটা কোম্পানিটি স্পষ্ট করে বলেনি, কেবল বলেছে, তারা বিস্ফোরণের তদন্ত শুরু করবে। (রয়টার্স)

XS
SM
MD
LG