বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বৃহস্পতিবার (১৪ মার্চ) ক্যাম্প পরিদর্শনে যান তিনি।
এ সময় রাষ্ট্রদূত একটি ই-ভাউচার আউটলেট, একটি জীবিকা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্র এবং কুতুপালংয়ের একটি শিক্ষা কেন্দ্র এবং ক্যাম্প-৪ পরিদর্শন করেন।
রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম প্রত্যক্ষ করার পর রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, “কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এটি আমার পঞ্চম সফর, এবং আমি আইএসসিজি, ডব্লিউএফপি, ইউএনএইচসিআর ও ইউনিসেফকে ধন্যবাদ জানাই; যারা এই সফরের আয়োজন করেছে।”
তিনি আরো বলেন, এই সংকটের ছয় বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এর সমাধানে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা অপরিহার্য। রোহিঙ্গা সমস্যার সমাধানে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
রোহিঙ্গা শিবিরে খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা, আশ্রয়, সুরক্ষাসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে জাপান। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন জাপানি অভিনেত্রী সাহেল রোজ।
রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন “সাহেল রোজও আমার সঙ্গে সফরে এসেছেন। আমি আশা করি তিনি ক্যাম্পে যা দেখেছেন তা জাপানের জনগণকে জানাবেন।”
শরণার্থী শিবিরগুলোতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে। ২০১৭ সালের আগস্টে ব্যাপক রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে, কক্সবাজারের পাশাপাশি ভাসান চরে আন্তর্জাতিক সংস্থা এবং এনজিওগুলোর মাধ্যমে ২২ কোটি ডলারের বেশি সহায়তা করেছে জাপান।