অ্যাকসেসিবিলিটি লিংক

নয়াদিল্লিতে বিক্ষোভরত কৃষকরা মহাপঞ্চায়েত বৈঠকের আহ্বান জানিয়েছে


উৎপাদিত কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) দাবিতে অগ্রণী এক কৃষক সংগঠন আয়োজিত মহাপঞ্চায়েত বৈঠকে অংশ নিতে ১৪ মার্চ, বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সমবেত হয়েছেন শত শত কৃষক।

দিল্লি পুলিশ ব্যারিকেড তৈরি করেছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যানজট বিষয়ে সতর্ক করেছে।

বিক্ষোভরত কৃষকরা তাদের ফসলের উচ্চ-মূল্যের নিশ্চয়তার দাবিতে গত মাসে দিল্লির উদ্দেশে মিছিল শুরু করেছিল, তবে রাজধানীর উত্তরাঞ্চলে কাঁদানে গ্যাস ও জল-কামান দিয়ে সশস্ত্র পুলিশ তাদের থামিয়ে দিয়েছিল। তারপর থেকে সেখানেই তারা শিবির তৈরি করে অবস্থান করছে।

আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের প্রচারণা বৃদ্ধি করতে বিক্ষোভরত কৃষকরা (এদের অধিকাংশই ভারতের উত্তরাঞ্চলের অঙ্গরাজ্য পঞ্জাবের বাসিন্দা) গোটা দেশের কৃষকদের দিল্লির প্রখ্যাত রামলীলা ময়দানে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে। (রয়টার্স)

XS
SM
MD
LG