১৪ মার্চ, বৃহস্পতিবার ব্রিটেনের প্রিন্স উইলিয়ম বাংলাদেশের নাফিরা নাঈম আহমাদ ও শামিম আহমেদ মৃধাকে ডায়ানা লিগ্যাসি পুরস্কারে ভূষিত করেছেন।
প্রিন্স উইলিয়ম ও প্রিন্স হ্যারি তাঁদের মা ডায়ানার স্মৃতিতে গোটা বিশ্ব থেকে ২০ জন তরুণ-তরুণীকে সম্মাননা ও শ্রদ্ধা জানিয়েছেন।
আহমাদ অলাভজনক সংস্থা “অ্যামপ্লিচিউড” প্রতিষ্ঠা করেছেন। এই সংস্থার লক্ষ্য হল, তরুণদের নেতৃত্বাধীন টেকসই সমাধানের মাধ্যমে বৈষম্য দূর করা।
মৃধা একজন জলবায়ু কর্মী। তিনি একাধিক উদ্যোগের সঙ্গে যুক্ত। এই উদ্যোগগুলির লক্ষ্য হল, জলবায়ু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি তিনি “ইকো নেটওয়ার্ক গ্লোবাল” নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। (এপি)