অ্যাকসেসিবিলিটি লিংক

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারেক রহমানের বক্তব্য বিকৃত করা হয়েছে, দাবি বিএনপির


বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি।

তারেক রহমানের বক্তব্য ডিপ ফেক প্রযুক্তি দিয়ে বিকৃত করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রবিবার (১৭ মার্চ) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে, বিএনপির পক্ষে এমন দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

“দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জুম অ্যাপের মাধ্যমে দেয়া বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করা হয়েছে;” বলেন রুহুল কবির রিজভী।

তিনি জানান, ডিপ ফেক ভিডিওটি সরকারপন্থী কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম ও গণমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে দিয়ে, দেশ-বিদেশে বিএনপির শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে চাঁদাবাজির কাজে ব্যবহার করা হচ্ছে।

“শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্য সদস্যদেরও ডিপ ফেক ভিডিও তৈরি করা হচ্ছে;” দাবি করেন রুহুল কবির রিজভী।

তিনি আরো বলেন, “বিএনপির আইটি বিভাগের তদন্তে দেখা গেছে, আওয়ামী লীগের হয়ে বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কাজ করছে ‘নাহিদ রেইন’ নামে একজন প্রতারক।”

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব জানান, এটা অত্যন্ত দুঃখের বিষয়; তবে, সত্য হলো, প্রধান অপরাধীকে অনলাইন ও অফলাইনে সহায়তা করছে এক প্রভাবশালী বিদেশি।

বিএনপি নেতাদের নামে চাঁদাবাজির অপরাধে অবিলম্বে নাহিদ রেইন-কে গ্রেপ্তারের দাবি জানান রুহুল কবির রিজভী।

তিনি দাবি করেন, গত ৭ জানুয়ারি নির্বাচনের আগে, আওয়ামী লীগ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অ্যাঙ্কর ও লোগো ব্যবহার করে তাদের মিথ্যা উন্নয়নের অসংখ্য ডিপ ফেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে রিজভী আরো জানান, ডিপ ফেক ভিডিওটির গুরুত্ব অনুধাবন করে ফিনান্সিয়াল টাইমসের সংবাদদাতা বেঞ্জামিন পার্কিন গত ১৪ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন, কিভাবে এআই ব্যবহার করে আওয়ামী লীগের একটি দুর্বৃত্ত চক্র ডিপ ফেক ভিডিও তৈরি করছে।

XS
SM
MD
LG