অ্যাকসেসিবিলিটি লিংক

নাটকীয় ফুটেজে দক্ষিণ ভূমধ্য সাগরে উদ্ধার অভিযান দেখা গেছে


ডক্টরস উইদাউট বর্ডার এনজিও জানিয়েছে যে শনিবার, ১৬ মার্চ, দক্ষিণ ভূমধ্য সাগরে তাদের 'জিও বেরেন্টস' উদ্ধারকারী জাহাজের ক্রু সদস্যদরা উদ্ধার অভিযানের চালানোর সময় লিবিয়ার উপকূলরক্ষী জাহাজ মাঝখানে বাধা দিয়েছিল।

জার্মান এনজিও সি-ওয়াচ-এর রেকনেইসান্স বিমান সীবার্ড ২-এর ক্রু সদস্যদের তোলা একটি ভিডিওতে দুটি উদ্ধারকারী জাহাজ এবং অভিবাসীদের একটি কাঠের নৌকার কাছে আরেকটি জাহাজকে চালনা করতে দেখা গেছে।

ডক্টরস উইদাউট বর্ডারস এসএআর দলের নেতা, ফুলভিয়া কন্টের বয়ান অনুযায়ী, লিবিয়ার উপকূলরক্ষীরা হস্তক্ষেপ করে হুমকি দিয়েছিল, এবং খুব বিপজ্জনক কৌশলে অপারেশন বন্ধ করে তাদের একটি নৌকায় চড়ার চেষ্টাও করেছিল।

ভূমধ্যসাগর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্র অভিবাসন রুটগুলির মধ্যে একটি।

জাতিসংঘের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন এজেন্সি আইওএম অনুসারে, এই পথে যাতায়াত করতে গিয়ে গত বছর প্রায় ২,৫০০ অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে এবং এই বছরের শুরু থেকে তার সংখ্যা হল ২২৬।

XS
SM
MD
LG