আইরিশ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎসব সেন্ট প্যাট্রিক'স ডে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার, ১৭ মার্চ, উৎসবটি উদযাপন করতে ডাবলিনে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্যারেড অনুষ্ঠিত হয়েছিল।
ট্যুরিস্ট বোর্ড জানিয়েছে, বর্ণাঢ্য এবং জাকজমকে পরিপূর্ণ এই প্যারেড আইরিশ রাজধানীর কেন্দ্রস্থলে বিভিন্ন রাস্তা দিয়ে যায়, এবং প্রায় ৫ হাজার মানুষ তাতে অংশ নেয়।
আরও উপস্থিত ছিলেন লক্ষ লক্ষ দর্শক, যাদের মনোরঞ্জনের জন্য প্যারেডে ছিল অগণিত পোশাকের আয়োজন।উদাহরণস্বরূপ নানা রঙের দৈত্যাকার মাছ, ডিস্কো কুইন্স এবং আর্চবিশপের পোশাক পরা একজন মানুষ, এবং এর পাশাপাশি ছিল সামরিক ব্যান্ড ও।
আইরিশ প্রেসিডেন্ট মাইকেল হিগিন্স তার সেন্ট প্যাট্রিক ডে বার্তায় বিশ্বজুড়ে শান্তিরক্ষা এবং মানবিক কাজে নিয়োজিত সকল আইরিশ নারী ও পুরুষদের প্রতি শ্রদ্ধা জানান, এবং বিশেষ করে গাজাবাসীদের কথাও স্মরণ করেন।
পশ্চিম ইউরোপের দেশগুলির মধ্যে আয়ারল্যান্ড দীর্ঘ দিন ধরে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলি নীতির প্রবল সমালোচক , এবং দীর্ঘকাল ধরে সামরিক নিরপেক্ষতা বজায় রেখেছে।