অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীক শহরে ঐতিহ্যবাহী “ময়দা যুদ্ধ” অনুষ্ঠিত

১৮ মার্চ সোমবার গ্রীসের মধ্যাঞ্চলে একটি শহরে শত শত উল্লসিত মানুষ পুরনো কার্নিভাল ঐতিহ্যের অংশ হিসেবে ময়দা ছোঁড়াছুড়ি করে।

“ময়দার যুদ্ধে” উল্লাসকারীরা খাবারের রং ব্যবহার করে রঙিন করা রান্নার ময়দা আনন্দে পরস্পরের প্রতি ছুঁড়ে মারে।

বার্ষিক এই উৎসবটি কার্নিভাল মরসুমের সমাপ্তি এবং অর্থোডক্স ইস্টার পর্যন্ত ৪০ দিনের লেন্টের সময়কালের সূচনা করে।

এই উৎসব ১৯ শতকে অটোমান সাম্রাজ্য গ্রীস দখল করার সময় থেকে বিবর্তিত হয়ে আসছে বলে মনে করা হয়। (রয়টার্স)


XS
SM
MD
LG