অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-গাজা সংঘাত: ইসরাইলের হামলায় গাজা সিটি প্রকম্পিত; অনেকেই আহত


১৮ মার্চ সোমবার গাজা সিটিতে বিমান হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

ধ্বংসস্তূপের মধ্য থেকে বাচ্চা ও শিশুসহ কয়েক ডজন মানুষকে পালিয়ে যেতে দেখা গেছে।

এর আগে সোমবার ইসরাইলের বাহিনী গাজা সিটির শিফা হাসপাতালে আরেকটি অভিযান চালায়। এটিকে হামাস জঙ্গিদের ঘাঁটি হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে ইসরাইল। অন্যদিকে জাতিসংঘের খাদ্য সংস্থা সতর্ক করে দিয়েছে যে, গাজার উত্তরাঞ্চলে “দুর্ভিক্ষ আসন্ন।”

সামরিক বাহিনী বলেছে, তারা মেডিকেল সেন্টারের ভেতরে লুকিয়ে থাকা সশস্ত্র একজন হামাস কমান্ডারকে হত্যা করেছে এবং এই অভিযানে তাদের নিজস্ব একজন সেনা নিহত হয়েছে। (এপি)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG