১৯ মার্চ বুধবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যে হিন্দুদের বসন্ত উৎসব হোলি উদযাপনে লোকজন অংশ নেয়। উৎসবমুখর মানুষ নানা রঙে মাখামাখি করছিল।
দুজন হিন্দু দেবতা রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক প্রেম এই উৎসবের মাধ্যমে উদযাপন করা হয়। রঙে রঙে চারদিক ভরিয়ে তোলার মাধ্যমে তা প্রতিফলিত হয়। (এএফপি)