২০ মার্চ, বুধবার বায়ি ফল সম্প্রদায়ের অনুসারি এক মুসলিম নারী মাথায় করে বিশাল পাত্র নিয়ে যাচ্ছেন কারণ তৌবার গ্রেট মসজিদে ইফতারের জন্য খাবার প্রস্তুত করছেন তারা।
বায়ি ফল হল সেনেগালের মুসলিমদের একটি সম্প্রদায়। সেনেগালের বৃহত্তম মুসলিম ব্রাদারহুড ‘মৌরিদ ব্রাদারহুডে’র একটি শাখা বায়ি ফল।
বায়ি ফল সম্প্রদায়ের মুসলিমরা বিশ্বাস করেন, কৃষি, নির্মাণকাজ ও রান্না ইত্যাদির মতো শারীরিক শ্রম কার্যত প্রার্থনা (নামাজ) ও ভক্তির অংশ।
তারা তাদের রঙিন ঝালর দেওয়া পোশাক ও সম্মিলিতভাবে জপতপের জন্য সুপরিচিত। (এএফপি)