অ্যাকসেসিবিলিটি লিংক

হাইতির জাতীয় প্রাসাদের কাছে গুলিবর্ষণ

২১ মার্চ, বৃহস্পতিবার হাইতির পোর্ট-আউ-প্রিন্সে জাতীয় প্রাসাদের কাছে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দুর্বৃত্তদের গুলি বিনিময় হয়েছে।

হাইতির রাজধানী পোর্ট-আউ-প্রিন্সে বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় অপরাধী চক্রের এক নেতার মৃত্যু হয়েছে। রাজনৈতিক দলগুলি অনুপস্থিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করতে একটি হস্তান্তর পরিষদ (ট্রানজিট কাউন্সিল) চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছিল বলে ধারণা।

গত ফেব্রুয়ারি থেকে হাইতিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সে দেশের একাধিক অপরাধী চক্র সম্মিলিতভাবে আক্রমণ শুরু করেছে সেই সময় থেকে। তারা কারাগারে হানা দিয়ে হাজার হাজার বন্দিকে মুক্ত করে দিয়েছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে পদত্যাগ করতে হবে। (রয়টার্স/এএফপি)


XS
SM
MD
LG