অ্যাকসেসিবিলিটি লিংক

ভুটানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেলেন ভারতীয় প্রধানমন্ত্রী


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দুই দিনের ভুটান সফরের প্রথম ধাপে ২২ মার্চ, শুক্রবার রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের কাছ থেকে ভুটানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার গ্রহণ করেছেন। ভুটান দেশটি ছোট হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং হিমালয়ের পাদদশের এই দেশটির সাথে সম্পর্ক জোরদার করার জন্য ভারত দেশটিকে তার প্রাকৃতিক প্রভাব বলয় হিসাবে দেখে।

স্থলবেষ্টিত ভুটান, জাতীয় বৃদ্ধির চেয়ে "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" কে অগ্রাধিকার দেওয়ার নীতির জন্য পরিচিত। নয়া দিল্লি ভুটানকে দীর্ঘদিন ধরে তার কক্ষপথের মধ্যে দুটি বৃহত্ প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে অবস্থিত অর্থাত্ বাফার রাষ্ট্র হিসাবে বিবেচনা করে আসছে

চীন বছরের পর বছর ধরে অন্যান্য প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য ও অবকাঠামোগত চুক্তি ও বেইজিং এর প্রভাব বিস্তারের প্রাকৃতিক ক্ষেত্র হিসেবে দেখে। তবে ভারত চীনের এই প্রভাবকে আর বাড়াতে দিতে চায় না।

(এএফপি)

XS
SM
MD
LG