অ্যাকসেসিবিলিটি লিংক

মস্কোর ক্রোকাস সিটি হল হামলায় নিহতদের সম্মান জানাতে লোকজন সমবেত হয়

মস্কোতে একটি মারাত্মক হামলার পর ঘোষিত শোকের দিনে ক্রোকাস সিটি হল কনসার্ট বিল্ডিং-এর বাইরে প্রজ্বলিত মোমবাতির সামনে লোকজন জড়ো হয়।

"আমরা শোকার্ত । ২২.০৩.২০২৪," জ্বলন্ত মোমবাতির মাধ্যমে শব্দগুলি তৈরি করে বিল্ডিং-এর বাইরে বসানো হয়েছিল।

বন্দুকধারীরা শহরতলির কনসার্ট হলে আয়োজিত কনসার্টে অংশগ্রহণকারীদের উপর হামলা চালানোর পর সেটি একটি কালো, ধোঁয়াটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


XS
SM
MD
LG