ইন্দোনেশিয়ার পশ্চিম আচেহ প্রদেশের মিউলাবহ উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী নৌকা ডুবিতে বহুসংখ্যক প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএম।
এ বিষয়ে সংস্থা দুটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) পরিচালিত উদ্ধার অভিযানে অন্তত ৭৫ জনকে নিরাপদে তীরে নিয়ে আসা হয়েছে। ইউএনএইচসিআর ও আইওএম বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করছে।
এবিষয়ে ‘অত্যন্ত উদ্বিগ্ন’ বলে জানিয়েছে ইউএনএইচসিআর এবংআইওএম। বলেছে, কারণ, উদ্ধার হওয়া শরণার্থীরা জানিয়েছেন যে নৌকায় মোট ১৫১ জন ছিলো।