যারা নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তাদের খুঁজে বের করতে ও সম্মান জানাতে সকলের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৫ মার্চ) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।
“বাংলাদেশের গ্রাম ও শহরাঞ্চলে অনেক নিবেদিত প্রাণ মানুষ রয়েছেন। আমি আপনাদের কাছে আহবান জানাবো, আপনারা এমন নিবেদিতপ্রাণ মানুষদের খুঁজে বের করুন;” শেখ হাসিনা বলেন।
তিনি আরো বলেন, এসব মানুষ নিজেদের জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারা কখনো প্রচারে আসতে পারেন না বা প্রচারে আসতে চান না।
শেখ হাসিনা বলেন যে এটা খুবই ভালো বিষয় হবে, যদি সবাই নিজস্ব উদ্যোগে জনগণের কল্যাণে কাজ করে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করে এবং তাদের পুরস্কৃত করার চেষ্টা করে। “এক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি;” জানান তিনি।
স্বাধীনতা পুরস্কার-২০২৪ প্রাপ্ত সকলকে অভিনন্দন জানান শেখ হাসিনা। বলেন, “আমি বিশ্বাস করি, এই পুরস্কার প্রদানের মাধ্যমে অনেক মানুষ দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত হবে।”