চট্টগ্রামে শনিবার (৩০ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে, টেস্ট ক্রিকেটে যোগ্যতা প্রমাণ করতে চাইছে বাংলাদেশ। সিলেটে, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টাইগারদের হারের পর, শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম টেস্ট।
সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। কোনো ইনিংসেই ২০০ রানে পৌঁছাতে পারনি টিম টাইগার। আর, এমন সংকট দেখা দেয় টপ অর্ডার ব্যাটাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কারণে।
এদিকে, এক বছর পর টেস্ট খেলায় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে মাঠে পেয়েছে বাংলাদেশ দল। সাকিবের প্রত্যাবর্তন তাদের হয়তো বাড়তি সাহস যোগাবে। গত এক বছর কোনো প্রথম শ্রেণির ক্রিকেট না খেললেও, সাকিবের উপস্থিতি দলের মনোবল বাড়াবে।
সাকিব মাঠে ফিরলেও, ব্যক্তিগত কারণে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে থাকছেন না দলের সঙ্গে। এই টেস্টে টাইগারদের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নিক পোথাস। সাকিবের ফেরার বিষয়ে পোথাস বলেন, “টেস্ট দলে ফিরতে পেরে এই অলরাউন্ডারও খুশি।”
সিলেটের চেয়ে চট্টগ্রামের মাঠ ব্যাটসম্যান ও স্পিনারদের জন্য বেশি সুবিধাজনক বলে পরিচিত। এর ফলে, বাংলাদেশ স্পিন নির্ভর টিম তৈরি করতে পারে; যার মধ্যে একজন বাড়তি ব্যাটসম্যান থাকতে পারেন। পোথাস ইঙ্গিত দিয়েছেন, চূড়ান্ত একাদশ এখনো নির্ধারণ করা হয়নি।
সাকিবের প্রত্যাবর্তন বাংলাদেশকে তাদের লাইনআপে একজন অতিরিক্ত বোলার বা ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করার সুবিধা দিয়েছে। তার সাম্প্রতিক দুর্বল স্কোর একজন বাড়তি ব্যাটসম্যানের অন্তর্ভুক্তিতে সহায়ক হতে পারে।
বাংলাদেশ সময় শনিবার সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। সর্বশেষ তথ্য মতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টিম লাইন-আপ হলো; বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (ক্যাপ্টেন), হাসান মাহমুদ, খালেদ আহমেদ, লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, নাহিদ রানা, নাঈম হাসান, সাদমান ইসলাম, শাহাদাত হোসেন, শাকিব আল হাসান, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়, জাকির হাসান।
শ্রীলঙ্কা দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিনেশ চান্দিমাল, বিশ্ব ফার্নান্দো, নিশান মাদুশকা, চামিকা গুনাসেকারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু উদারা, প্রবাথ জয়সুরিয়া, দিমুথ করুনারত্নে, লাহিরু কুমারা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, সাদিরা সামারাবিক্রমা।