বাংলাদেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশেষ সাংবাদিক গোষ্ঠী সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
“বাংলাদেশ রাষ্ট্র যেভাবে চলছে, রাষ্ট্রের অঙ্গগুলো যেভাবে চলছে, এতে সাংবাদিকতা ভালো অবস্থানে নেই;” বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি আরো বলেন যে বাংলাদেশে এখন একটি বিশেষ সাংবাদিক গোষ্ঠী সৃষ্টি করা হয়েছে; যাদের সাংবাদিকতা পরিচালিত হয় সরকারি ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা চলে, তারা সাংবাদিকতা করতে পারে না বলে উল্লেখ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যারা সাহস করে কথাবার্তা বলছে, লিখছে; তাদের বিরুদ্ধে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে।
“যেসব সাংবাদিক সংগঠন ও মিডিয়ায় কিছু কথা বলার চেষ্টা করছে, তারা এখন বড় চাপের মধ্যে আছে;” তিনি আরো বলেন।
আমীর খসরু বলেন, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি সাংবাদিকরা ছাড়া বাংলাদেশের সাধারণ সাংবাদিকরা মুক্ত হতে চাচ্ছে। তারা মুক্তির পথ খুঁজছে। তারা যদি মুক্ত হতে না পারে, তাহলে আগামী দিনে বাংলাদেশে সাংবাদিকতা বলে কোনো কিছু থাকবে না। সাংবাদিকতা পেশা বলে যে কিছু আছে, এটা ভুলে যেতে হবে।
গণতন্ত্র ফেরানোর দায়িত্ব বিএনপির একার নয় বলে উল্লেখ করেন তিনি। বলেন, সাংবাদিকদের দায়িত্ব আছে, পেশাজীবীদের দায়িত্ব আছে, সর্বস্তরের মানুষের আজ দায়িত্ব আছে।
“শতকরা ৯৫ ভাগ মানুষ যারা ভোটকেন্দ্রে যায়নি, তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করেছে। বিএনপি এবং বিরোধী দলের ডাকে তারা দায়িত্ব পালন করেছে;” বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী আরাফাত: ‘সাংবাদিকদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে সরকার’
এদিকে, গত ১২ ফেব্রয়ারি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন ও পরিচালনা প্রমাণ করে যে বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ২৯তম সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি সভাপতিত্ব করেন।
আরাফাত বলেন, সরকারিভাবে সাংবাদিকদের জন্য অনেক কিছু করার বিষয়ে সরকারের প্রচেষ্টা রয়েছে। তারপরও, আন্তর্জাতিক পর্যায়ে কিছু কিছু জায়গা থেকে কখনো কখনো অপপ্রচার করা হয় বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাংবাদিকতার জায়গা সংকুচিত করছে না; প্রসারিত করছে।”
সভায় সাংবাদিকদের কল্যাণ অনুদান বরাদ্দের বিষয়ে নীতিমালা প্রণয়ন সংক্রান্ত কমিটি গঠন করা হয় এবং খসড়া নীতিমালা প্রণয়নের জন্য পরামর্শ দেয়া হয়।